Monday, August 26, 2019

geeta-saransho

কুরুক্ষেত্র মাঠে কৃষ্ণ বলিলেন হেঁকে,
শোন পার্থ, ঘাবড়িও না চেনা লোক দেখে।
আত্মার গোডাউন সারি সারি খাড়া,
বিবিধ আকার দেহ বিবিধ চেহারা।
আত্মা অমর, উনি ত্যাজেন এ দেহ,
পুরানো কাপড় যথা দেহ বর্জ্যনীয়।
ঝেড়ে দাও সব ব্যাটাকে, ঝামেলা হঠাও,
দেহটি মরিবে শুধু, কেন দুঃখ পাও?

পার্থ এবে কহিলেন, হে মধুসূদন,
দেহ অতি তুচ্ছ চিজ, বুঝেছি এখন।
কিন্তু কহো রাধা যদি হইতো খেঁদি বুঁচি,
তোমার কি হইতো তবে প্রেমে অভিরুচি?
বাঁশি কি বাজিত তব এমনই সুরেলা?
পরকিয়া জমত কি না, বলো এই বেলা।
গোপিনী পোষাক ঝেড়ে সুবিখ্যাত লীলে,
ঝেড়ে কাশো, তখন বুঝি আত্মা দেখেছিলে?
বাতেলা কেন হে সখা মারো এতবার
যুদ্ধু জিতে জানি পাবো রাজত্ব আবার।
ইমোশনে টলেছিনু ঝাড়তে দুমিনিট,
এর ফাঁকে গীতা বলে তুমি দাদা হিট।
*সংগৃহীত*

No comments: